বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথপুর উপজেলা শাখার নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে পৌর পয়েন্ট থেকে আনন্দ মিছিলটি বের হয়ে। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে কার্যালয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবগঠিত কমিটির দায়িত্বশীলরা।
গত মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের স্বাক্ষরিত জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন করা হয়। অনুমোদিত কমিটিতে আব্দুল মুকিতকে সভাপতি ও তাহা আহমেদকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করেন।