হোম > ছাপা সংস্করণ

২ দিনেও দেখা মেলেনি সূর্যের

যশোর প্রতিনিধি

দূর থেকে মনে হচ্ছে অঝোরে বৃষ্টি ঝরছে। ঘন কুয়াশার কারণে বেশি দূর দেখা যায় না। সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টি। যশোরে গতকাল রোববারও কুয়াশাচ্ছন্ন এমন পরিবেশ দেখা গেছে। এ নিয়ে টানা দুই দিন জেলাটিতে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস বলছে, ‘দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। কিছুটা সময়ের জন্য দেখা মিলতে পারে সূর্যের, তবে বাড়বে শীত।’

শুক্রবার দুপুরের পর থেকেই যশোরে অস্তাচলে যায় সূর্য। এর পর থেকে আড়াই দিন পার হলেও প্রকৃতিতে দেখা মেলেনি সূর্যের। বরং সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে কুয়াশা আর মেঘের আধিপত্য। কুয়াশার কারণে সকালে আর দুপুরের পর দৃষ্টিসীমা কমে যাচ্ছে। হেড লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে যানবাহনকে।

যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বর্তমান এ পরিস্থিতি আগামীকালও মঙ্গলবারও থাকতে পারে। তবে এ দিন কিছু সময়ের জন্য সূর্যের দেখা মিলতে পারে। এ সময়ে মেঘ অনেকটাই কেটে যাবে। এর পর থেকে বাড়তে পারে শীতের তীব্রতা।

সূত্রটি আরও জানিয়েছে, রোববার যশোরে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ থেকে ৬ কিলোমিটার ছিল। কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার পাশাপাশি বৃষ্টি আর সূর্যের দেখা না মেলায় শীত কিছুটা বেশি অনুভূত হচ্ছে। তবে সোমবারের পর থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও, কমবে রাতের তাপমাত্রা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ