জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ জাতীয় পর্যায়ে উপস্থিত বক্তৃতায় (বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ) জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়েছে ভান্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্রী নিসা বিনতে জাহিদ। সে উপজেলার ১৩ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম এবং ৬৭ নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খাদিজা আক্তার দম্পতির বড় মেয়ে।
গত রোববার জাতীয় পর্যায়ে রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল মিলনায়তনে এ প্রতিযোগিতা হয়। এতে সব বিভাগের সেরা প্রতিযোগীরা অংশ নেয়। নিসা এর আগে উপস্থিত বক্তৃতায় পিরোজপুর জেলা ও বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম জানান, অভিভাবকেরা সচেতন হওয়ায় ও পরিবার থেকে সুশিক্ষা পাওয়ার ফলে তার এ সাফল্য। ভবিষ্যতে প্রথম স্থান লাভ করে এ উপজেলার সুনাম ধরে রাখবে এ কামনা করি।
নিসা বিনতে জাহিদ বলে, ‘এ প্রতিযোগিতায় অংশ নিয়ে আমার জীবনে একটি নতুন অভিজ্ঞতা হয়েছে।