বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় এক পুলিশ সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে দুই হকারের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁদের আটক করেছে সদর মডেল থানা-পুলিশ।
মারধরের শিকার ওই পুলিশ সদস্য জেলা পুলিশ লাইনসে কর্মরত বলে জানা গেছে। আটককৃতরা হচ্ছেন, কুমিল্লা জেলার আমিন ও দুলাল।
সদর মডেল থানার ওসি জামান বলেন, অভিযুক্ত দুজন ও অভিযোগকারীকে থানায় নিয়ে আসতে বলা হয়েছে।