হোম > ছাপা সংস্করণ

৬ বন্ধু বেড়াতে বেরিয়ে ফিরল ৩ জনের লাশ

চাঁদপুর ও গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি

কুমিল্লা থেকে ঘুরতে দুটি মোটরসাইকেলে চাঁদপুর গিয়েছিলেন ছয় বন্ধু। পথে মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত হয়েছেন তিনজন। চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ উপজেলার বলাখাল এলাকায় গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া রাজশাহীর গোদাগাড়ীতে গতকাল বাসের ধাক্কায় মায়ের হাত থেকে ছিটকে পড়ে বাসচাপায় নিহত হয়েছে এক শিশু।

চাঁদপুরের হাজীগঞ্জে নিহত তিন বন্ধু হলেন কুমিল্লার চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার মৃধাবাড়ির বাসিন্দা মো. সোহাগ হোসেন (৩০), মো. মনির হোসেন (৩০) ও মো. সুজন হোসেন (২৬)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় বন্ধু দুটি মোটরসাইকেল নিয়ে চাঁদপুর বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসছিলেন। পথে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ধেররা নামক এলাকায় কুমিল্লাগামী একটি বাস তাঁদের একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা তিন বন্ধু ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা বাসটিকে তাড়া করে হাজীগঞ্জ বাজারে আটকাতে পারলেও চালক পালিয়ে যান।

রাজশাহীর গোদাগাড়ীতে বাসচাপায় নিহত হয়েছে মো. তৌফিক নামে পাঁচ বছর বয়সী শিশু। গতকাল সকালে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ীর জামাদান্নী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌফিক রাজশাহীর চারঘাট উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. বাবুর ছেলে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, জামাদান্নী মোড়ে শিশুটির নানার বাড়ি। সকালে মায়ের সঙ্গে সে জামাদান্নী আসে। গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় গ্রামীণ ট্রাভেলসের একটি বাস শিশুটিকে ধাক্কা দেয়। তখন মায়ের হাত থেকে ছিটকে পড়ে শিশুটি বাসের নিচে পিষ্ট হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ