হোম > ছাপা সংস্করণ

ধামইরহাটে ইউপি নির্বাচনে প্রতীক বরাদ্দ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ৮টি ইউপিতে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ৪২৬ জন। তাঁর মধ্যে ৮টি ইউপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন। এ ছাড়া সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে ৯৩ জন প্রার্থী এবং সাধারণ সদস্য পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৮টি ইউপির মধ্যে ২টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন এবং ৬টি ইউপিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া উপজেলা ৮টি ইউপিতে মোট ১ লাখ ৩৮ হাজার ৪১৮ জন ভোটার রয়েছে। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬৯ হাজার ৩০১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬৯ হাজার ১ শত ১৭ জন।

মো. সাজ্জাদ হোসেন আরও বলেন, নির্বাচনে প্রতীক বরাদ্দের পর প্রত্যেক প্রার্থী তাঁর নির্বাচনী এলাকায় আচরণবিধি মেনে প্রচার ও গণসংযোগ চালাতে পারবেন। যদি কোনো প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ