হোম > ছাপা সংস্করণ

কর্দমাক্ত রাস্তায় ভোগান্তি চার গ্রামের মানুষের

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়নের কেল্লাই বাজার থেকে দিয়াইল পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তায় মাটির কাজ সম্পন্ন হয়েছে দুই বছর আগে। কিন্তু পরে পাকাকরণে আর উদ্যোগ নেওয়া হয়নি। সামান্য বৃষ্টি হলেই ওই রাস্তায়থকথকে কাদার সৃষ্টি হয়। যানবাহন চলাচল করতে পারে না। এমনকি খালি পায়ে হেঁটে চলাও কষ্টসাধ্য হয়ে পড়ে। এতে ওই ইউনিয়নের চারটি গ্রামের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এই ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ।

জানা গেছে, উপজেলার নালী ইউনিয়নের দিয়াইল, গাংডুবী, মাশাইল, নিমতাসহ আশপাশের এলাকার লোকজনকে প্রতিদিন নানা প্রয়োজনে এই রাস্তা দিয়ে জেলা ও উপজেলা সদরে যাতায়াত করতে হয়।

এ ছাড়া এ রাস্তা দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যায় ওই চার গ্রামের শিক্ষার্থীরা। কর্দমাক্ত রাস্তা দিয়ে যাওয়ার সময় পা পিছলে শিক্ষার্থীদের আহত হওয়ার ঘটনাও ঘটে প্রায়ই। কেউ অসুস্থ হলে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে ভোগান্তিতে পড়তে হয়।

নালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু বলেন, জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি সংস্কার ও পাকাকরণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

উপজেলা প্রকৌশলী সাজ্জাকুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কেল্লাই-কলতা রাস্তার মাঝখানে গাংডুবী খিরাই নদীর ওপর একটি সেতু নির্মাণের প্রকল্প পাস হয়েছে। ইতিমধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ওই রাস্তা পাকাকরণের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ