‘যুদ্ধ জয়’ মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ভাস্কর্য নির্মিত হয়েছে। কুমিল্লা নগরীর প্রবেশপথ আলেখারচরে স্থাপিত ভাস্কর্যটি স্বাধীনতাযুদ্ধে শহীদ, জাতির শ্রেষ্ঠ বীর মুক্তিযোদ্ধা ও জনসাধারণের ত্যাগকে স্মরণ করিয়ে দেয়।
স্থানীয় সংস্কৃতিকর্মীদের উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি শফিউল গ্রুপের আর্থিক সহায়তায় নির্মিত হয় ভাস্কর্য। ২০০৭ সালের বিজয় দিবসে কুমিল্লা জেলা প্রশাসন এটি উদ্বোধন করেন। এর সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষণ করছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)।
কুমিল্লার সাংস্কৃতিক কর্মীসহ সুশীল সমাজের সদস্যরা মনে করেন, স্বাধীনতাযুদ্ধে কুমিল্লাবাসীর বেশ ভূমিকা রাখার সুযোগ হয়েছিল। সাংস্কৃতিক কর্মীদের দাবিতে নির্মিত এ ভাস্কর্য তরুণ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করতে আরও বেশি উদ্বেলিত করেছে।
নগরীর পদুয়ার বাজার এলাকার বাসিন্দা আলমগীর কবির বলেন, ‘আমরা যুদ্ধ দেখিনি। নগরীর প্রবেশমুখে এ ভাস্কর্য দেখে মুক্তিযুদ্ধকালীন পটভূমি উপলব্ধি করতে পারি।’
‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কুমিল্লার সভাপতি ও আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারিকুর রহমান জুয়েল বলেন, গ্রাম-বাংলার সাধারণ মানুষের অংশগ্রহণেই মুক্তিযুদ্ধ হয়েছিল। যুদ্ধ জয় ভাস্কর্য এরই একটি প্রতীক। এটি দেখে তরুণ প্রজন্মের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আগ্রহ বাড়বে।