হোম > ছাপা সংস্করণ

‘মুক্তিযুদ্ধের সকল আয়োজন করে দিয়েছিলেন বঙ্গবন্ধু ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযুদ্ধকে অপমান করেছেন বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল সোমবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ঢাকা-১২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে পতাকা মিছিল শেষে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মোজাম্মেল হক এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান খালেদা জিয়াকে বারবার চলে যেতে বলেছিলেন। তিনি সীমান্ত পেরিয়ে স্বামীর সঙ্গে গিয়ে মুক্তিযুদ্ধ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই। তিনি ক্যান্টনমেন্টে থেকে যেতে নিরাপদ বোধ করেছেন। স্বেচ্ছায় ক্যান্টনমেন্টে থাকলে মুক্তিযোদ্ধা হওয়া যায় না। তাঁকে মুক্তিযোদ্ধা বলে মুক্তিযুদ্ধকে অপমান করেছে।’

বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল জানিয়ে মুক্তিযুদ্ধমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির সময় দেশ চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তারা আমাদের জন্য কলঙ্ক এনেছে। জিয়াউর রহমান হাজার হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছেন। কোর্ট মার্শালের নামে অসংখ্য সেনাসদস্যকে ফাঁসিতে ঝুলিয়েছেন। লাশটা পর্যন্ত পরিবারের কাছে ফেরত দেওয়া হয়নি।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুক্তিযুদ্ধ এবং ফার্মগেট নিয়ে স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সকল আয়োজন করে দিয়েছিলেন। নিরস্ত্র বাঙালির সশস্ত্র হয়ে যুদ্ধ করাটাই বাকি ছিল।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ