জেলায় গত সোমবার বিকেল ৫টা থেকে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় কারও দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি। এই সময়ে কেউ মারাও যাননি। গতকাল মঙ্গলবার বিকেলে এ তথ্য জানায় কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে জানানো হয়, ওই ২৪ ঘণ্টায় ৩১১ জনের করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ১ লাখ ৮৯ হাজার ৮৬৩ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ১ লাখ ৮৮ হাজার ৮৯৫ জনের। এর মধ্যে ৩৯ হাজার ৩৯ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৯৫৩ জন।
এদিকে ওই ২৪ ঘণ্টায় বিদেশগামী ২৮৬ জনের নমুনা পরীক্ষা করে কারও দেহে ভাইরাসটি শনাক্ত হয়নি।