হোম > ছাপা সংস্করণ

লাইভে এসে বিচার চাইলেন ছাত্রলীগকর্মী

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের সূয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী মাহিবুর রহমান মুন্নাকে (২৪) পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। গত বুধবার রাত ৯টার দিকে সূয়াপুর বাজারের হানিফ আলীর দোকানের সামনে প্রকাশ্যে তাঁকে মারধর করা হয়। ভুক্তভোগী মুন্না সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার রাত ১০টার দিকে আহত মুন্নাকে হাসপাতালে নেওয়ার সময় রিয়ন নামের একজনের ফেসবুক আইডি থেকে লাইভে আসেন আহত মুন্না। এ সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে দোষীদের নাম উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা-২০ আসনের সাংসদ বীর বেনজীর আহমদের কাছে বিচারের দাবি করেন।

পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে ভুক্তভোগী ছাত্রলীগ কর্মী মুন্নার মা হাজেরা বেগম ১২ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, সূয়াপুর বাজার এলাকার রাসেল (৩৫) ও ইব্রাহীম (২৫), রাসেল মিয়া (২৪), হানিফ (৪৫), তোতা (৫০), খবির (৫২), সামছুল (৪৫), জালাল (৪৮), নিজাম (৫৫), রৌহা এলাকার পাঞ্জু (৪০), শিয়ালকুল এলাকার আওলাদ (৩৫), ঈশাননগর এলাকার আব্দুস সবুর লেবু (৫৫)।

ধামরাই থানার এসআই প্রদীপ বিশ্বাস বলেন, এক ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে আহত করার ঘটনায় তার মা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ