হোম > ছাপা সংস্করণ

পলিথিন দিয়ে ঢেকেও খেত রক্ষা হচ্ছে না

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৈরী আবহাওয়া, সার ও কীটনাশকের দাম বাড়ায় কুড়িগ্রামের ফুলবাড়ীর আগাম সবজিচাষিরা বিপাকে পড়েছেন। ফুলকপি ও বাঁধাকপির চারা মরে যাচ্ছে। পলিথিন-কাঁথা দিয়ে ঢেকেও রক্ষা করা যাচ্ছে না খেত।

দিকে কৃষি বিভাগ থেকে সারের সংকট নেই বলা হলেও কৃষকেরা চাহিদামতো সার পাচ্ছেন না। পেলেও দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। 
ফুলবাড়ী উপজেলা কৃষি বিভাগের উপসহকারী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলার ফুলমতি, চওড়াবাড়ি, ধুলারকুটি, কুরুষাফেরুষা, শিমুলবাড়ী ও জায়গির এলাকায় আগাম ফুলকপি ও বাঁধাকপি চাষ করা হচ্ছে। গত বছর ৭০ হেক্টর জমিতে আগাম চাষ করা হলেও এবার ৯০ হেক্টর জমিতে এই সবজি দুটি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত চারা তৈরির কাজ করা হয়।

ফুলবাড়ীতে সবজির আধারখ্যাত নাওডাঙ্গার বালাতাড়ি, শিমুলবাড়ী, ফুলমতি ও জায়গিরে চাষ হচ্ছে আগাম ফুলকপি ও বাঁধাকপি। বাজারে শীতের এই সবজির চাহিদা থাকায় কয়েক বছর ধরে এখানকার কৃষকেরা আগাম চাষ করছেন; কিন্তু চলতি বছর অতিরিক্ত বৃষ্টিপাত আর প্রখর রোদের কারণে বীজতলায় ব্যাপক ক্ষতি হয়েছে। সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধির কারণে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে কৃষকদের। ফলে আগাম চাষ করে এবার বিপাকে পড়েছেন চাষিরা।

উপজেলার বালাতাড়ি এলাকার কৃষক মাহাবুব হোসেন জানান, দিনদিন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রান্তিক চাষিরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন। যারা জমি বর্গা নিয়ে আগাম সবজি চাষ করেছেন তাঁরা অতিরিক্ত খরচের চাপে দিশেহারা হয়ে পড়েছেন। গতবার যে বীজ ৪০০ টাকা দরে কেনা হয়েছিল এবার তা বিক্রি হচ্ছে ৫০০ টাকায়।

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সবুর হোসেন বলেন, ‘আবহাওয়ার বৈরী অবস্থা ৫ অক্টোবর পর্যন্ত চলবে। হালকা বৃষ্টি হতে পারে। ১০-১১ অক্টোবর ভারী বৃষ্টিপাত হতে পারে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান,  সম্প্রতি খরা ও বৃষ্টির কারণে চারার কিছুটা ক্ষতি হয়েছে। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ