উজিরপুর উপজেলায় তৃতীয় ধাপে তিনটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষ্যে গতকাল বেলা ১১টায় প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা সভা হয়। এতে চেয়ারম্যান, সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ইউপি সদস্য প্রার্থীদের উদ্দেশ্য করে উপজেলা প্রশাসনের কর্মকর্তা বলেছেন কর্মকর্তাদের কাছে না গিয়ে ভোটারদের মন জয় করে ভোট চাইতে। আচরণবিধি মেনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া হবে আগামী ২৮ নভেম্বর।
উপজেলা পরিষদের সভা কক্ষে এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাস। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রশিদ সেখের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাকিবুর রহমান খান, বরিশাল বিভাগের আঞ্চলিক কর্মকর্তা মো. আলাউদ্দিন, পুলিশ সুপার (ডিআইজি অফিস) মো. নুরুল আমিন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম, চেয়ারম্যান প্রার্থী অমল মল্লিক, আওরঙ্গজেব হাওলাদার, ইজাজুল হক সজিব সরদার, মাওলানা সাখাওয়াত হোসেন প্রমুখ।