নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগের মনোনয়নপত্র দাখিলের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এক রিটের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত এই নির্দেশ দেন।
এই ইউপির নির্বাচন বন্ধ রাখার জন্য ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল সোহাগ রিট করলে ছয় মাসের জন্য নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দেন হাইকোর্ট। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে প্রতিপক্ষ আপিল বিভাগে আবেদন করে। যার পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ আগামী ৫ জানুয়ারির পরিবর্তে ১০ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করেন। এর আগে রিট আবেদনের কারণে সোহাগ তাঁর মনোনয়নপত্র দাখিল করতে পারেননি। এখন তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত সোহাগের মনোনয়নপত্র জমা নেওয়ার নির্দেশ দেন।
ইব্রাহিম খলিল সোহাগ জানান, আদালতের আদেশে তিনি খুশি। ভোটে অংশ নিতে পারলে তিনি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।