তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের ৫ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে গত মঙ্গলবার বিষয়টি জানানো হয়েছে।
মধুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করা বিদ্রোহী প্রার্থীর পক্ষে সক্রিয় অংশগ্রহণসহ শৃঙ্খলা ভঙ্গেরদায়ে তাঁদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি কে এম আরশাদ মোল্লা, যুগ্ম সম্পাদক আবদুল মালেক কাজী, সাংগঠনিক সম্পাদক মো. আজগর আলী, দপ্তর সম্পাদক মো. মুন্না ফকির ও সম্পাদক কাজী বাপ্পি।
মধুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো. আনারুল ইসলাম বলেন, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাজ করায় খুলনা জেলা ছাত্রলীগের নির্দেশক্রমে উল্লেখিত সকলকে দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হলো। তাঁরা এখন থেকে আর কোনো দলীয় পদ পদবির পরিচয় দিতে পারবে না।’