হোম > ছাপা সংস্করণ

সাহু সিজদা করবেন যেভাবে

মুহাম্মাদ ইমরান মুস্তফা

সহজ ও সৌন্দর্যের মহিমায় উদ্ভাসিত ইসলামের প্রতিটি বিধান। আল্লাহ সহজকেই মানুষের জন্য পছন্দ করেন, অসাধ্য কিছু মানুষের ওপর তিনি চাপিয়ে দেন না। নামাজ আল্লাহ প্রদত্ত একটি মহিমান্বিত বিধান। ইসলামে ইমানের পর নামাজের গুরুত্ব সর্বাধিক। তাই এতে উদাসীনতা মোটেও কাম্য নয়। সচেতন ইমানদার মাত্রই নামাজের প্রতি সর্বোচ্চ যত্নশীল।

শয়তানের কুমন্ত্রণায় কখনো কখনো নামাজিকে উদাসীনতা পেয়ে বসে। বেখেয়াল ও অনিচ্ছায় নামাজে ভুল করে বসেন। নামাজে সংঘটিত অনিচ্ছাকৃত ভুলের ক্ষতিপূরণ দিতেই ইসলাম দিয়েছে একটি সহজ বিধান—সাহু সিজদা। নামাজিদের কাছে এটি একটি পরিচিত পরিভাষা। যে কাজগুলো নামাজে ওয়াজিব। যেমন সুরা ফাতিহা পড়া, তার সঙ্গে অন্য একটি সুরা পড়া, ফরজের ধারাবাহিকতা ঠিক রাখা, দুইয়ের বেশি রাকাতবিশিষ্ট নামাজে মধ্যবর্তী বৈঠক করা, প্রতিটি বৈঠকে তাশাহ্হুদ পড়াসহ প্রভৃতি কাজ অনিচ্ছাকৃত ছুটে গেলে, সে ভুলের মাশুল হিসেবে নামাজের শেষে দুটি অতিরিক্ত সিজদা করতে হয়। এটিকেই বলে সাহু সিজদা। (মুসলিম, আবু দাউদ ও নাসায়ি)

সাহু সিজদার সঠিক নিয়ম হলো, নামাজের শেষ বৈঠকে তাশাহ্হুদ পড়ার পর শুধু ডান দিকে সালাম ফেরাবে। এরপর অন্যান্য সিজদার মতো দুটি সিজদা করবে। তারপর বসে পুনরায় তাশাহ্হুদ, দরুদে ইবরাহিম ও দোয়া মাসুরা পড়ে দুই দিকে সালাম ফেরাবে। এতেই অনিচ্ছাকৃত সেই ভুল কেটে যাবে। নামাজ পুনরায় আদায় করতে হবে না। (ফাতাওয়ায়ে শামি)

তবে নামাজের ওয়াজিব কাজ ইচ্ছাকৃত ছেড়ে দিলে সাহু সিজদা যথেষ্ট হবে না। বরং নামাজ আবার আদায় করতে হবে। কারণ সাহু সিজদার অর্থই হচ্ছে, ভুলের কারণে সিজদা। তাই যে ব্যক্তি ইচ্ছে করে ওয়াজিব ছেড়ে দিয়েছে, তার জন্য সাহু সিজদা যথেষ্ট নয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ