ফেনীর পরশুরামে বিদেশি মদ, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
মাদক আইনে মামলা দিয়ে তাঁদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
গত মঙ্গলবার রাতে ফেনী জেলা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফেনী টেকনিক্যাল মোড়ের মেসার্স আবদুল খালেক অ্যান্ড সন্স ফিলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩৮ বোতল বিদেশি মদ, একটি সিএনজিচালিত অটোরিকশাসহ তিনজনকে আটক করেছে।
আটক ব্যক্তিরা হলেন পরশুরাম বক্সমাহমুদ এলাকার দক্ষিণ গুথুমা গ্রামের মো. সোহেল উদ্দিন (২৩), মো. শাহাদত হোসেন (২২) এবং আবুল কালাম পলাশ।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মেজবাহ উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তিনজনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।