হোম > ছাপা সংস্করণ

পরীক্ষার কেন্দ্র জটিলতা দুর্ভোগে শিক্ষার্থীরা

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার চার শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার কেন্দ্র জটিলতায় ভোগান্তিতে পড়েছে দেড় শতাধিক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। এখনো পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করেনি ওই চার বিদ্যালয়ের প্রধানেরা।

জানা গেছে, বিরামপুর উপজেলার কাটলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে ২০১২ সাল থেকে হাকিমপুর উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ, নওপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়, নয়ানগর উচ্চ বিদ্যালয় ও ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মাঝে দু’একবার হাকিমপুরে বাংলাহিলি উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র হলেও এ বছর আবার কাটলা উচ্চ বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। আর এ কারণে ওই চার প্রতিষ্ঠানের প্রধানকে পুনরায় কেন্দ্র পরিবর্তন করে হাকিমপুরে স্থানান্তরের জন্য উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চাপ দেন। অন্যথায় প্রতিষ্ঠানের সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

অভিযোগটি অস্বীকার করে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ-আলম আজকের পত্রিকাকে বলেন, পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করা বা না করার বিষয়টি উপজেলা প্রশাসনের এখতিয়ারের বাইরে। যেখানে সংশ্লিষ্টতাই নেই সেখানে চাপ দেওয়ার বিষয় থাকতে পারে না বলে জানান তিনি।

স্কুলপ্রধানেরা জানান, ওই চারটি বিদ্যালয় কাটলা উচ্চ বিদ্যালয়ের থেকে এক থেকে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত। পক্ষান্তরে বাংলাহিলি উচ্চ বিদ্যালয় ছয় থেকে নয় কিলোমিটার দূরত্বে অবস্থিত। কেন্দ্র কাছাকাছি হওয়ায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা কাটলা পরীক্ষাকেন্দ্রে স্বাচ্ছন্দ্য বোধ করেন।

হাকিমপুর ডাঙ্গাপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আজুমান জানান, ‘বাচ্চাদের পরীক্ষা সামনে, আমরা বিষয়টি নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে আছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ