গাজীপুরের শ্রীপুরে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে ২৭টি মুরগি মেরে ফেলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার টেংরা গ্রামের কামাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীপুর থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী কামাল। জাহাঙ্গীর ওই গ্রামের করম উদ্দিনের ছেলে।
ভুক্তভোগী কামাল বলেন, ‘গত দুই আগে আমার গরু জাহাঙ্গীরের খেতে গিয়ে ধান খায়। এ নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। এর জেরেই জাহাঙ্গীর ভাতের সঙ্গে বিষ মিশিয়ে আমার মুরগি মেরে ফেলেছে।’
অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, ‘মুরগি মরে যাওয়ার বিষয়টি শুনেছি। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটি সঠিক নয়। ওই পরিবারের সঙ্গে আমার পারিবারিক বিরোধ আছে।’
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুকুনুজ্জামান পলাশ বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে মুরগির শরীরে বিষক্রিয়া আছে কিনা এখন পাওয়া যায়নি। তবে বোঝা যাচ্ছে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে মুরগিগুলো মারা হয়েছে।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’