হোম > ছাপা সংস্করণ

‘ফেরিতে গাড়ি উঠলেই হাঁপ ছেড়ে বাঁচতে পারি’

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে গত শনিবার রাত থেকে চলছে টানা বৃষ্টি। এ প্রভাব পড়েছে নৌ চলাচলে। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং একই উপজেলার আরিচা থেকে পাবনার কাজীরহাট নৌপথে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে উপজেলার দুই ঘাটেই আটকা পড়েছে পাঁচ শতাধিক যানবাহন। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালকসহ হাজারো মানুষ।

গতকাল সোমবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাট ছেড়ে মহাসড়কের বিস্তৃত এলাকাজুড়ে পণ্যবাহী গাড়ির বিশাল জট দেখা যায়। এ ছাড়া, পাটুরিয়া ফেরিঘাটের দুটি ট্রাক টার্মিনাল ভর্তি ছিল অপেক্ষমাণ পণ্যবাহী যানবাহনে।

পাটুরিয়া ঘাটের অদূরে আরসিএল মোড় থেকে ঘাটমুখী অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকচালক মিজানুর রহমান বলেন, ‘গত দুদিনের টানা বৃষ্টি উপেক্ষা করে ঘাট এলাকায় এসে লাইনে আছি। ঘাটের যে অবস্থা তাতে ফেরির নাগাল পেতে আরও কত সময় লাগবে তা নিশ্চিত বলা দায়।’

ফেরি পারের জন্য অপেক্ষমাণ বাসযাত্রী নুরুল আমীন বলেন, ‘ঘাটে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করছি। বাইরে অঝোরে বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নামার কোনো উপায় নেই। যেকোনো অবস্থায় ফেরিতে গাড়ি উঠলেই হাফ ছেড়ে বাঁচতে পারি।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, ‘পাটুরিয়া নৌপথে ফেরি সংকটের পাশাপাশি ঘূর্ণিঝড়ের প্রভাবে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এ ছাড়া, শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে সকাল ৮টা থেকে বিকেল ৮টা পর্যন্ত সীমিত আকারে ফেরি চলাচল করায় ওই পথের অনেক যানবাহন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ব্যবহার করছে। এতে এ নৌপথে যানবাহনের চাপ বেড়েছে।’

জিল্লুর রহমান, দুর্ভোগ লাগবে যাত্রী বহনকারী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পার করায় সাধারণ পণ্যবাহী গাড়িগুলো ঘাটে আটকা থাকছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ