রিয়েলেটি শো ‘বাংলার গায়েন সিজন ২’-এর চ্যাম্পিয়ন হয়েছেন বাঁধন মোদক। যৌথভাবে প্রথম রানারআপ হয়েছেন শান্তা ইসলাম ও সাথী আক্তার। দ্বিতীয় রানারআপ হয়েছেন সোহেল ভেরো। গত মঙ্গলবার রাত ৮টায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘১০ বছর ধরে বাংলা লোকগানে আধুনিক ইনস্ট্রুমেন্টের ব্যবহারের ফলে তরুণ প্রজন্মের কাছে গানগুলো আরও জনপ্রিয় হয়ে উঠেছে।
চূড়ান্ত প্রতিযোগিতায় ছয় ফাইনালিস্টের সঙ্গে গানে কণ্ঠ মিলিয়েছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী নোলক, কোনাল, রন্টি দাশ, রাশেদ, কিশোর ও আশিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউলশিল্পী শফি মণ্ডল, শিল্পী রফিকুল আলম, আবিদা সুলতানা প্রমুখ।
‘বাংলার গায়েন সিজন-২’-এর বিচারক ছিলেন সংগীত পরিচালক শওকত আলী ইমন, ইমন সাহা ও গীতিকবি কবির বকুল।