ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ কৃষক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের আয়োজনে মহানগর কার্যালয়ে এই সভা করা হয়।
ওয়ার্ড কৃষক লীগের আহ্বায়ক শম্ভু চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের সভাপতি এবি ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আবুল হাসেম প্রমুখ।
বক্তারা সবাইকে নিয়ে সম্মেলনের মাধ্যমে সংগঠনকে বেগবান করার আহ্বান জানান।