হোম > ছাপা সংস্করণ

পাচার হওয়া ৪ তরুণী ফিরলেন দেশে

বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া চার বাংলাদেশি তরুণীকে উদ্ধারের পর ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেরত আসা তরুণীদের বাড়ি সাতক্ষীরা, বাগেরহাট ও নারায়ণগঞ্জে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, ‘ইমিগ্রেশনে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা তরুণীদের বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়। আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি মানবাধিকার সংস্থা তাঁদের জিম্মায় নিয়েছে।’

জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘সংসারে অভাব অনটনের সুযোগ নিয়ে বিভিন্ন সময় ভালো কাজের কথা বলে দালালেরা এসব তরুণীকে ভারতে পাচার করে। পরে ভালো কাজ না দিয়ে প্রতারণা করে ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করতে বাধ্য করা হয়।’

মুহিত হোসেন আরও বলেন, ‘পরে ভারতীয় পুলিশ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁদের আটক করে আদালতে পাঠায়। সেখান থেকে তাদের আশ্রয় হয় সে দেশের বেসরকারি একটি সংস্থার আশ্রয়কেন্দ্রে। পরে উদ্ধার তরুণীরা বাংলাদেশি কি না তা যাচাই করে কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।’

মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের জ্যেষ্ঠ প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ‘ফেরত আসা তরুণীদের পরিবার পাচারকারীদের শনাক্ত করে মানব পাচার আইনে খুলনার লবণচরা থানায় মামলা করেছে। এসব আসামির বিচার নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি আমাদের পক্ষ থেকে আইনি সহায়তা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ