গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ রেডক্রিসেন্টের নবনির্বাচিত কমিটির নেতারা।
গত সোমবার বিকেলে গোপালগঞ্জ রেডক্রিসেন্টের নবনির্বাচিত সহসভাপতি হাসমত আলী শিকদার চুন্নু, সাধারণ সম্পাদক শিকদার নুর মোহাম্মাদ দুলুর নেতৃত্বে কমিটির সদস্যরা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে করেন। পরে বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও দোয়ায় অংশ নেন তাঁরা।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ রেডক্রিসেন্টের কার্যকরী সদস্য আলী নাঈম খান জিমি, শেখ মো. রফিকুল ইসলাম মিটু প্রমুখ উপস্থিত ছিলেন।