হোম > ছাপা সংস্করণ

ধান কাটার জন্য মাইকিং

মো. জাহিদুল ইসলাম, কোটালীপাড়া (গোপালগঞ্জ)

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এ জন্য বোরোচাষিরা পাকা ধান কেটে ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে ঘূর্ণিঝড় অশনির খবরে দ্রুত ধান কাটার জন্য মাইকিং করছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিস।

এ বছর উপজেলায় ২৫ হাজার ৪৭০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়।

উপজেলার কুরপালা গ্রামের রুহুল সিকদার বলেন, তিনি এ বছর ১০ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। এখন পর্যন্ত শ্রমিকের অভাবে এক বিঘা জমির ধানও কাটতে পারেননি। এ অবস্থায় ঝড়বৃষ্টি হলে তাঁর ১০ বিঘা জমির ফসলই নষ্ট হবে।

মাঝবাড়ি গ্রামের সুলতান শেখ বলেন, তিনি এ বছর পাঁচ বিঘা জমিতে বোরো আবাদ করেছেন। প্রতি বছর এই মৌসুমে শ্রমিক সংকট থাকায় বাগেরহাট থেকে শ্রমিক এনে ধান কাটেন। এ বছর শ্রমিক ঠিক করেছেন। দু-এক দিনের মধ্যে তাঁরা চলে আসবে। এর মধ্যে ঝড় হলে তিনি একটি ধানও ঘরে তুলতে পারবেন না।

উপজেলার শুয়াগ্রাম ও কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ ও তুষার মধু বলেন, তাঁদের ইউনিয়নের অধিকাংশ ফসলি জমিই একটু নিচু এলাকায়। এ সব জমিতে এ বছর একটু দেরিতে বোরো আবাদ করা হয়েছে। এ সব জমির ধান অনেক স্থানেই এখনো শতভাগ পাকেনি। তারপরেও তাঁরা এলাকায় দ্রুত ধান কাটার জন্য মাইকিং করছেন। যাতে কৃষকেরা দু-এক দিনের মধ্যে ধান কেটে ঘরে তুলে নেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বলেন, বোরোচাষিরা যাতে তাঁদের ফসল দ্রুত কেটে ঘরে তুলে নিতে পারেন তার জন্য তাঁরা নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন। যে সকল এলাকায় শ্রমিক পাওয়া যায় সে সব এলাকায় উপজেলা কৃষি অফিস থেকে যোগাযোগ করা হচ্ছে। যাতে বোরোচাষিরা দ্রুত সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে পারেন। এ ছাড়া এ দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায় বলেন, বেশির ভাগ জমির ধানই কাটার উপযুক্ত হয়েছে। এ পর্যন্ত উপজেলার ২০ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এই গতিতে ধান কাটলে গতকাল মঙ্গলবার পর্যন্ত আরও ২০ শতাংশ জমির ধান কাটা হতে পারে বলে জানিয়েছেন এই কৃষি কর্মকর্তা।

তিনি আরও বলেন, যদি আজ বুধবার ঝড় হয়, সে ক্ষেত্রে উপজেলার ৬০ শতাংশ ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ