হোম > ছাপা সংস্করণ

কর্মকর্তাদের বিরুদ্ধে এসপির হুঁশিয়ারি

সাভার (ঢাকা) প্রতিনিধি

মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারলে জেলা ছেড়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে ওসি বা অতিরিক্ত পুলিশ সুপারেরা যদি ব্যবস্থা না নেয়, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি উল্লেখ করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার বিকেলে আশুলিয়া থানায় আয়োজিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।

এসপি আরও বলেন, ‘আপনারা শুধু আপনাদের মোবাইল নম্বর থেকে মেসেজ দেবেন যে, এই এই এলাকায় এই এই লোক মাদক কারবার করে। আপনারা যদি তাঁদের চেনেন, তাহলে দয়া করে মোবাইলে শুধু মেসেজটা দিয়ে দেবেন। আপনারা শুধু মেসেজ দিন, যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আমি পুলিশ সুপার হিসেবে এই জেলায় আর থাকব না।’

পুলিশের জবাবদিহি সম্পর্কে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, আমি যদি কাজ না করি তাহলে আমার জবাবদিহি থাকতে হবে। জবাবদিহির জায়গা আছে, জবাবদিহির মধ্যে সবাইকে থাকতে হবে।’
আশুলিয়া থানা আয়োজিত এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, আশুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন ও আশুলিয়া থানাধীন বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা। 

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ