সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যক্তিগত সমস্যা দেখিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গেছেন জাতীয় পার্টির প্রার্থী হাজী জহুরুল ইসলাম বাদশা। গত সোমবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রাশিদুল কবিরের কাছে তিনি প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন প্রত্যাহার করে নেন।
প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টি নেতা ইছমাইল হোসেন মুক্তি, আনোয়ার হোসেন, আবু হান্নান সরকার, মসলিম মিয়াজী প্রমুখ।