হোম > ছাপা সংস্করণ

ব্যাপক আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

ব্যাপক সাজসজ্জা ও জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলনা মহানগর ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে কবুতর ও বেলুন উড়িয়ে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনের এমপি আব্দুস সালাম মুর্শিদীসহ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এর উদ্বোধনীতে অংশ নেন।

উদ্বোধনের পর শহীদ হাদিস পার্কে নির্মিত বিশাল মঞ্চে সম্মেলনের প্রথম পর্ব শুরু হয়। প্রথম পর্বে খুলনা মহানগর ও জেলা সম্মেলন সমন্বয় কমিটির আহ্বায়ক মীর বরকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা-২ আসনের এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদেও চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, যুবলীগের প্রেসিডিয়ামের সদস্য শেখ সোহেল, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা-৪ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, খুলনা-৬ আসনের এমপি আক্তারুজ্জামান বাবু প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খায়রুল হাসান জুয়েল, আব্দুল্লাহ আল সায়েম, শেখ মোশাররফ হোসেন, জেড. এ মাহমুদ ডন প্রমুখ। বিকেলে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে। কাউন্সিলের মাধ্যমে খুলনা জেলা ও মহানগর সঙ্গে আলাপ করে জানা গেছে।

সম্মেলনকে কেন্দ্র খুলনা মহানগর ও জেলার সকল উপজেলায় ব্যাপক সাজসজ্জা করা হয়েছে। নগরীর সব গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক এমনকি অলি-গলিতে নেতা-নেত্রী ও পদ প্রত্যাশী নেতা-কর্মীদের রং বেরংয়ের ছবি সংবলিত শত শত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে ফেলা হয়। এ ছাড়া প্রধান ও ব্যস্ততম সড়ক যশোর রোড, শিববাড়ি মোড়, ময়লাপোতা মোড়, কেডিএ অ্যাভিনিউ, মজিদ সরণিতে কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতা-নেত্রীর ছবি দিয়ে অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ