নিজ কার্যালয়ে এক ব্যক্তির সঙ্গে খাম লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে প্রত্যাহার করা হয়েছে।
গতকাল শনিবার মাহবুবকে থানা থেকে প্রত্যাহার করে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়। আরএমপির মুখপাত্র জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার ওসি মাহবুব আলমকে থানা থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে সংযুক্ত করেছেন। এখন খাম লেনদেনের বিষয়টি তদন্ত হবে। এরপর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ভিডিওতে দেখা গেছে, ওসি মাহবুব ড্রয়ার থেকে একটি খালি খাম বের করে এক ব্যক্তিকে দেন। পরে ওই ব্যক্তি ভরা খাম টেবিলে এগিয়ে দিলে ওসি সেটি আবার ড্রয়ারে রেখে দেন। অভিযোগ উঠেছে, খামে ভরে এভাবে ঘুষ নিয়েছেন ওসি। তবে তাঁর দাবি, টাকা নয়, এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইকারীদের তালিকা নিয়েছেন খামে। সেই তালিকা নেওয়ার ভিডিও হতে পারে এটি।