কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ২৮ নভেম্বর। ইউপি নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সারা দিন প্রচার, মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা, মাইকিং চলছে বিরামহীনভাবে। এতে বিপাকে পড়েছে এসএসসি পরীক্ষার্থীরা। মনোযোগ দিতে পারছে না পড়ালেখায়।
উপজেলার ৬টি ইউপির মধ্যে ৫টিতে নির্বাচন হচ্ছে। নির্বাচন ঘিরে প্রার্থীরা দিনভর প্রচারে ব্যস্ত। গ্রামে গ্রামে প্রার্থীদের মাইকিংয়ের পাশাপাশি চলছে মিছিল। প্রার্থীদের নিয়মিত মাইকিং, মিছিলের শব্দে মনোযোগ হারাচ্ছে এসএসসি পরীক্ষার্থীরা। শিক্ষার্থী ও অভিভাবকেরা সন্ধ্যার পর প্রচার বন্ধ রাখার দাবি জানিয়েছেন।
পরীক্ষার্থী আদিবা আক্তার বিথী বলে, ‘আমি এবার এসএসসি পরীক্ষা দিচ্ছি। কিন্তু বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারে মাইকিং, মিছিল আর মিছিলে বাঁশির শব্দে পড়তে অসুবিধা হচ্ছে। মনোযোগ দিয়ে পড়াশোনা করারও সুযোগ নাই।’
নবম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান তূর্য বলে, ‘সামনে আমাদের বার্ষিক পরীক্ষা। নির্বাচনী মিছিল ও মাইকিংয়ের কারণে পড়তে পারছি না। শব্দদূষণের কারণে কানে আঙুল দিয়ে বসে থাকতে হয়। আমাদের পড়াশোনার ব্যাপারটাও প্রার্থীদের মনে রাখা উচিত।’
এ ব্যাপারে কথা হয় কুলিয়ারচর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেনের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি যতটুকু জানি, নির্বাচনী একটা বিধি রয়েছে। বিষয়টি নিয়ে নির্বাচন অফিসে আলোচনা করা হবে। শিক্ষার্থীদের অসুবিধা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড, নির্বাচন কর্মকর্তাদের নিয়ে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।’