রয়টার্স, মস্কো
তিন দশক আগে সোভিয়েত ইউনিয়নের ভেঙে যাওয়ার ঘটনায় আবারও অনুশোচনা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোভিয়েত ইউনিয়নকে ‘ঐতিহাসিক রাশিয়া’ আখ্যা দিয়ে এটি ভেঙে যাওয়ার পর নিজের দুরবস্থার কথাও জানান তিনি। আর্থিক সংকটে পড়ে তাকে ট্যাক্সি চালাতে হয়েছিল। গত রোববার এক প্রামাণ্যচিত্রে এ মন্তব্য করেন পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, ‘এক হাজার বছরে আমরা যা পেয়েছিলাম, পুরোটাই হারিয়ে ফেলি।’ পুতিনের এমন মন্তব্য সোভিয়েত ইউনিয়নের মতো ইউনিয়ন গঠন করার পরিকল্পনার দিকে ইঙ্গিত করে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।