সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। তবে জাকিয়া নামক এলাকায় করা এ হামলায় হতাহতের খবর পাওয়া যায়নি। গতকাল বুধবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা। তবে হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এর আগে গত শনিবার দামেস্কে হামলা চালিয়েছিল দেশটি।
গতকালের হামলা নিয়ে সিরিয়ার ব্রিটিশভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক দল বলছে, ইরানের সেনা রয়েছে এমন অবস্থান লক্ষ করেই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কিছুদিন আগেই সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামলা চালানোর জন্য ইসরায়েলকে দায়ী করে দেশটি। কয়েক বছর ধরেই সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে বেশির ভাগ সময় দায় স্বীকার করেনি। মূলত রাতের দিকে এ হামলাগুলো করা হয়।