জামালপুরের ইসলামপুর উপজেলায় ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালত তাঁদের কারাদণ্ড দেন। এ সময় একটি মাহেন্দ্র ট্রাক জব্দ, ২টি ড্রেজার মেশিন ও ৪৫টি পাইপ ধ্বংস করা হয়।
জানা গেছে, উপজেলার ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দক্ষিণ ধর্মকুড়া গ্রামের খোকন মিয়া (৩০), নোয়ারপাড়া গ্রামের ওবাইদুল্লাহ (২২) ও সভুকুড়া গ্রামের রোকন মিয়াকে (২০) আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।