হোম > ছাপা সংস্করণ

আসছেন এ আর রাহমান থাকছেন মমতাজ ও মাইলস

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার ঢাকার মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষ কনসার্ট। কনসার্টটির নামকরণ করা হয়েছে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হানড্রেড’। এটি আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কনসার্টের মূল আকর্ষণ হিসেবে থাকছেন অস্কারজয়ী সংগীতশিল্পী এ আর রাহমান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন বাংলাদেশের মমতাজ ও ব্যান্ড মাইলস।

খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শেখ সোহেল। তিনি বলেন, ‘এ আর রাহমানের কনসার্টে বাংলাদেশ থেকে থাকছেন মমতাজ। সবার প্রিয় মাইলসও গান গাইবে। প্রথম স্লটে দেশের এই খ্যাতিমান শিল্পী ও ব্যান্ডের পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন দর্শক-শ্রোতা। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রাহমান।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের মার্চে ‘মুজিব হানড্রেড কাপ’ নামে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পাশাপাশি অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রাহমানকে নিয়ে কনসার্ট করার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার নতুন করে আয়োজন সাজানো হয়েছে। তবে ম্যাচটি বাতিল হয়েছে। এখন চলছে কনসার্ট আয়োজনের প্রস্তুতি। বসানো হয়েছে মঞ্চ-গ্রিনরুম। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

বর্ণিল এই আয়োজনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া দেশ-বিদেশের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিত থাকার কথা রয়েছে। চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হবে সাধারণ দর্শকদের জন্য। মঞ্চের সম্মুখভাগে দর্শকদের রাখা হবে, তাই স্টেডিয়ামের ধারণক্ষমতার চেয়ে কম দর্শক রাখা হচ্ছে। সব মিলিয়ে ১৪-১৫ হাজার দর্শক অংশ নিতে পারবেন কনসার্টে। জানা গেছে, সাধারণ দর্শকদের জন্য গেট খোলা থাকবে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ ও কাল টিকিট পাওয়া যাবে ইনডোর স্টেডিয়ামের বুথে। মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার, ৫ হাজার ও ১০ হাজার টাকা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ