হোম > ছাপা সংস্করণ

সাইকেল র‍্যালিতে পুলিশের বাধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাইকেল র‍্যালিতে পুলিশি বাধার অভিযোগ পাওয়া গেছে। তবে বাধা উপেক্ষা করেও র‍্যালি করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকেলে রামপুরার একরামুন্নেসা স্কুলের সামনে থেকে নটর ডেম কলেজ পর্যন্ত এ র‍্যালি করে আন্দোলনকারীরা।

সরেজমিন দেখা যায়, বেলা সাড়ে তিনটার দিকে রামপুরা ব্রিজ এলাকায় আন্দোলনকারীদের বড় একটি অংশ সাইকেল নিয়ে জড়ো হয়। রাস্তার পশ্চিম প্রান্ত থেকে সাইকেল নিয়ে পূর্ব পাশে আসার সময় প্রথমে পুলিশ তাদের বাধা দেয়। সেখানে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি পালনের ব্যাপারে অনড় থাকে। এ সময় অনুমতি ছাড়া র্যালি করা যাবে না মর্মে বাধার পক্ষে সাফাই গাইতে থাকেন পুলিশ সদস্যরা।

ঘটনাস্থলে উপস্থিত রামপুরা থানার ওসি রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘সড়কে এমন কর্মসূচি পালন করতে হলে আগে অনুমতি নিতে হয়। তোমাদের নিরাপত্তার বিষয়টিও আমাদের দেখতে হবে।’ এরপর আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে উপস্থিত সোহাগী সামিয়া বলে, ‘সড়কে প্রতিদিন সাইকেল চলে, সব ধরনের যানবাহন চলছে। সেখানে তো কোনো অনুমতির প্রয়োজন হয় না।’ একপর্যায়ে রামপুরা পুলিশ বক্সের সামনে থেকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সাইকেল র‍্যালি নিয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে নটর ডেম কলেজের দিকে রওনা দেয়। র‍্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের সাইকেলের সামনে বিভিন্ন দাবিদাওয়া-সংবলিত প্ল্যাকার্ড ঝোলাতে দেখা যায়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ