জামালপুরের সরিষাবাড়ীতে তালাকপ্রাপ্ত স্ত্রীর কাছ থেকে শিশু সন্তান ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে মারধরে পাঁচ জন আহত হয়েছেন। গত সোমবার আহতদের জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রামে এই ঘটনা ঘটে। চিকিৎসক বলছেন, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
মালার বাবা আব্দুল মান্নান জানান, শিশু সন্তান ছিনিয়ে নিতে তারা বাধা দেন। এতে হুমায়ুন ও তার লোকজন মারপিট শুরু করে। তাদের মারপিটে তার পরিবারের ৫ জন আহত হন। আহতদের মধ্যে আকলিমাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা. সাহেদুর রহমান সাংবাদিকদের বলেন, আকলিমা আক্তারের অবস্থার অবনতি হওয়ায়জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সরিষাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মীর রকিবুল হক জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।