হোম > ছাপা সংস্করণ

মামলা তুলে নিতে বাদীকে হুমকি

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

হিজলায় নুরু বাবুর্চি হত্যার ২২ দিনেও কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে বাদী ও তাঁর পরিবারের মধ্যে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। এ ছাড়া মামলা তুলে নিতে আসামি ও তাঁর লোকজন হুমকি দেওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদীর পরিবার। তাঁরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জানা গেছে, গত ১০ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার নয়াভাঙনী নদীর হিজলা-মুলাদী সংযোগ সেতুর উত্তর পাশ থেকে একটি লাশ উদ্ধার করে মুলাদী থানা-পুলিশ। সংবাদ পেয়ে হিজলার নুরু বাবুর্চির স্ত্রী ও সন্তানেরা এসে লাশটি শনাক্ত করেন। ৭ আগস্ট সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন নুরু বাবুর্চি। ওই ঘটনায় নুরু বাবুর্চির স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে ১০ আগস্ট রাতেই ১৪ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা দায়ের করেন।

খাদিজা বেগম জানান, মামলার ২২ দিন অতিবাহিত হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেননি। মামলার পর থেকে তার ভাসুর (স্বামীর বড় ভাই) ও মামলার প্রধান আসামি দুলার বাবুর্চির লোকজন তাদের হুমকি দিচ্ছেন। গত শুক্রবার (২০ আগস্ট) তার ছেলেরা পিতার কবর জিয়ারত করতে গেলে দুলাল বাবুর্চির স্ত্রী হাসিনা বেগম ও নিলুফা বেগম তাদের রামদা নিয়ে ধাওয়া করেন। মামলা তুলে না দিলে এলাকা ছাড়া করার হুমকি দেন তারা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাকসুদুর রহমান জানান, হত্যার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ