হোম > ছাপা সংস্করণ

আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

বরগুনা, বেতাগী ও পাথরঘাটা প্রতিনিধি

নানা কর্মসূচির মধ্য দিয়ে বরগুনা জেলা যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৬টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল ১০টায় দলীয় কার্যালয়ের সামনে কেক কাটা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে ১১টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বরগুনা-১ আসনের সাংসদ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর। জেলা যুবলীগের সভাপতি কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু। কর্মসূচিতে জেলা যুবলীগ, সদর উপজেলা পৌর যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

বেতাগীতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেককাটা, শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা যুবলীগের উদ্যোগে একটি শোভাযাত্রা পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে যুবলীগের দলীয় কার্যালয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, মহাসিন ফয়সাল অপু, ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ মিথুন।

পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, আলোচনা সভা ও দোয়া–মিলাদের মধ্য দিয়ে।

উপজেলা যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুরাদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জাবির হোসেন প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ