হোম > ছাপা সংস্করণ

উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রথম দিনের এসএসসি ও সমমানের পরীক্ষা। গতকাল রোববার সকাল ১০টায় প্রায় দেড় বছর পর দেড় ঘণ্টার পুর্নবিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা শুরু হয়।

উপজেলার কলাপাড়া এবং মহিপুর থানায় মোট ৮টি ভেন্যুতে সকাল সাড়ে ৯টার মধ্যে শিক্ষার্থীদের পরীক্ষার খাতা দেওয়া হয়। প্রথম দিনে বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীর পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য মতে, এ বছর এসএসসি সাধারণ শাখায় ২ হাজার ৩২৭ জন, দাখিল পর্যায়ে ৯৯২ জন এবং ভকেশনাল পর্যায়ে ২৪১ জনসহ মোট ৩ হাজার ৫৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

সরেজমিনে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, করোনা সংক্রমণরোধে প্রতিটি হলে ৬ ফুট দৈর্ঘ্যের একটি বেঞ্চে ২ জন এবং ৪ ফুট দৈর্ঘ্যের একটি বেঞ্চে একজন পরীক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিটি কেন্দ্রে একটি আইসোলেশন সেন্টার, মেডিকেল অফিস ও মেডিকেল দল রয়েছে। কেন্দ্রে প্রবেশের পথে শিক্ষার্থীদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও তাপমাত্রা পরিমাপ করা হয়েছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অংশ নেওয়া নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তার আজকের পত্রিকাকে জানায়, অনেক দেরিতে হলেও পরীক্ষা দিতে পেরে ভালো লাগছে।

খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব আবদুর রহিম জানান, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে এই কেন্দ্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, উপজেলার কলাপাড়া এবং মহিপুর থানার ৫টি কেন্দ্র এবং ৩টি ভেন্যুতে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ