হোম > ছাপা সংস্করণ

গাছের ব্যবসায় সফল সেলিনা

মুহাম্মদ শফিকুর রহমান

সেলিনা সুলতানা একসময় চাকরি করতেন। এতে ভালোই চলছিল তাঁর। দুই মেয়ে আর স্বামীকে নিয়ে সুখের সংসার। কিন্তু হঠাৎ একদিন খুব মন খারাপ করে চাকরিটা ছেড়ে দেন সুলতানা। মন ভালো করতে স্বামী তাঁকে কিছু গাছ উপহার দেন। এভাবেই গাছের সঙ্গে সেলিনার সখ্য শুরু। এখন প্রায় ৫০০ প্রজাতির কয়েক হাজার গাছ তাঁর বাগানজুড়ে। সব মিলিয়ে গাছের মূল্য কয়েক লাখ টাকা। সেলিনা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ঢাকার উত্তরায় তাঁর বাসা।

ছোটবেলা থেকে নানার করা বাগান দেখে তিনি গাছের প্রতি উৎসাহী হন। ২০১৮ সালে সেলিনার গাছের ব্যবসার শুরু। স্বামীর উপহার দেওয়া গাছে ব্যবসা শুরু হলেও এখন ক্যাকটাস, সাকুলেন্ট, ইনডোর প্ল্যান্ট, অর্কিড, এডেনিয়াম এরাবিকামসহ আরও অনেক ধরনের গাছ আছে তাঁর সংগ্রহে।

ফেসবুকে সেলিনার পেজের নাম ‘জঙ্গলবাড়ি’। তিনি এই পেজে এবং নিজের ফেসবুক আইডির মাধ্যমেও গাছ বিক্রি করেন। গাছ ছাড়াও তাঁর কাছে সার, টব, গাছ রাখার র‌্যাক এবং গাছ রক্ষণাবেক্ষণের আনুষঙ্গিক অনেক জিনিস পাওয়া যায়। ১০০ থেকে ১০ হাজার টাকা দামের গাছ রয়েছে সেলিনা সুলতানার বাগানে।

সেলিনা সুলতানা গাছ সংগ্রহ করেন আমদানিকারকদের কাছ থেকে। এ ক্ষেত্রে মাঝেমধ্যে ভালো গাছ পেতে সমস্যায় পড়েন। তবে কাজটাকে তিনি চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছেন। সে রকমই একটি ঘটনার কথা জানান তিনি। শীতকালে সাধারণত ক্যাকটাস বিক্রি কম হয়। এক বিক্রেতা অনেক ক্যাকটাস বিক্রি করতে পারছিলেন না। সেলিনা তখন বেশ সাহস করে লক্ষাধিক টাকায় সেগুলো কিনে নেন। পরে ক্যাকটাসগুলোর তিনি সর্বোচ্চ যত্নআত্তি করেন। সেই বিনিয়োগে বেশ লাভবান হন তিনি।

সেলিনা নিজের বাগানে উৎপাদিত গাছ, বীজ, সার–সবই বিক্রি করেন। বিক্রির রহস্য নিয়ে তিনি বলেন, ‘আসলে একবার যিনি আমার কাছ থেকে গাছ নেন, পরে তিনি তো নেনই, অন্যদেরও গাছ কিনতে পাঠান। কারণ তাঁরা আমাকে বিশ্বাস করেন।’ পরিবারের সদস্যদের সহযোগিতার বিষয়ে সেলিনা বলেন, ‘আমার স্বামী, সন্তানেরা সব সময়ই আমার পাশে থেকে উৎসাহ দেয়।’

বাজারে ক্যাকটাসের অনেক দাম। বিষয়টা একসময় সেলিনাকে বেশ ভাবিয়ে তোলে। ক্যাকটাস কিনতে গিয়ে রীতিমতো হিমশিম খেতেন তিনি। এখন দিন বদলেছে। দিনবদলের কারিগর তিনি নিজেই। তিনি নিজেই ক্যাকটাস থেকে চারা তৈরি করেন। ইতিমধ্যে অনেকেই তাঁর দেখাদেখি বাগান করে সফলতাও পেয়েছেন।

ঘর-সংসারের পাশাপাশি বাগান করার বিষয়ে সেলিনা বলেন, ‘যারা গাছ ভালোবাসে না, গাছ সম্পর্কে জানে না, তাদের জন্য এ কাজে সফলতা পাওয়া কঠিন। আগে নিজে কিছু গাছ সংগ্রহ করে গাছের ভাষা বুঝতে হবে। একেক গাছের একেক রকম যত্ন। সেসব বিষয়ে আগে ধারণা নিতে হবে। মনে রাখতে হবে, গাছেরও প্রাণ আছে। তাই ব্যবসার ক্ষেত্রে অন্যান্য পণ্যের সঙ্গে গাছের ব্যবসার তুলনা করলে হবে না। প্রাণীদের মতো গাছেরও যত্ন, খাবারদাবার—এসবের কথা বিবেচনায় রেখে ব্যবসার পথে হাঁটতে হবে।’

নতুন চাষিদের বিষয়ে সেলিনা বলেন, ‘বুঝে হোক বা না বুঝে হোক, তাঁরা গাছে বেশি পানি দিয়ে ফেলেন। একেক গাছের একেক রকম চাহিদা। নতুন চাষিরা সব গাছের একই ধরনের যত্ন করেন। এ ক্ষেত্রে সব ধরনের গাছকে এক কাতারে ফেলা যাবে না। গাছ বুঝে গাছের যত্ন করতে হবে।’

স্বপ্ন দেখতে ভালোবাসেন সেলিনা সুলতানা। তাঁর স্বপ্ন, সুন্দর একটু জায়গা কিনবেন। সেখানে মনের মতো বাগান গড়ে তুলবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ