হোম > ছাপা সংস্করণ

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ অক্টোবর। গত সোমবার প্রার্থীরা পেয়েছেন প্রতীক। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন ভানু লাল রায়, জাতীয় পার্টি থেকে মিজানুর রব। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রেম সাগর হাজরা আনারস ও আফজল হক ঘোড়া প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ছেন। প্রতীক পেয়েই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তবে প্রতীক বরাদ্দ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। স্বতন্ত্র দুই প্রার্থী একই প্রতীক পছন্দ করেন। ফলে উপজেলা নির্বাচন অফিস প্রার্থীদ্বয়কে ডেকে লটারির মাধ্যমে সমাধান করে।

উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম বলেন, ‘দুই প্রার্থী একই প্রতীক নির্বাচন করেন। তাঁদের সমঝোতার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তাঁরা সমঝোতায় রাজি না হলে আমরা লটারির ব্যবস্থা করি। লটারিতে প্রেম সাগর হাজরা আনারস প্রতীক পান। আফজল হক ঘোড়া প্রতীক।’

আফজাল হক ও প্রেম সাগর হাজরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন। কিন্তু দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ