করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে শরীয়তপুরে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শরীয়তপুর জেলা পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই টিকাদান কার্যক্রম।
এই কর্মসূচির আওতায় জেলার ৮ হাজার শিক্ষার্থীকে দেওয়া হবে প্রথম ডোজের এই টিকা। ১ মাস পর প্রথম ডোজের টিকা পাওয়া প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হবে দ্বিতীয় ডোজের টিকা। প্রতিদিন গড়ে ৮০০ শিক্ষার্থীকে দেওয়া হবে নির্ধারিত ফাইজারের টিকা। ২০ নভেম্বর শুরু হওয়া এই টিকা কর্মসূচি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে ডামুড্যা আব্দুর রাজ্জাক সরকারি কলেজের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে করোনা প্রতিরোধের এই টিকা।
টিকা দেওয়ার জন্য সকাল থেকেই অস্থায়ী এই টিকা কেন্দ্র ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। নির্ধারিত স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মীদের সহায়তায় সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন শিক্ষার্থীরা। পরীক্ষার আগে করোনাভাইরাসের ভ্যাকসিন পেয়ে খুশি হয়েছেন শিক্ষার্থীরা। টিকা গ্রহণের পর কারও শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি।