সিরাজগঞ্জ সংবাদদাতা
সিরাজগঞ্জ শহরে বাসচাপায় হাসেম আলী (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার শহরের মিরপুর কাটা ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। হাসেম আলী সদর উপজেলার দুখিয়াবাড়ি গ্রামের মাজেম আলীর ছেলে।
সদর থানার এসআই আব্দুল আলীম বলেন, অটোরিকশা নিয়ে হাসেম দুখিয়াবাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। পথে পাবনা থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক হাসেম নিহত হন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।