বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. নুরুন্নবী। এর আগে ইউএনও নুরুন্নবী জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
গতকাল শনিবার সকালে যোগদানকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানান মেহেন্দীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, স্থানীয় আলিমাবাদ ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম, শ্রীপুর ইউপি চেয়ারম্যান হারুন মোল্লাসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় ইউএনও মো. নুরুন্নবী দায়িত্বপালনে সবার সহযোগিতা চান।
জানা গেছে, ইউএনও নুরুন্নবী ৩১তম বিসিএস কর্মকর্তা। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক সম্ভ্রান্ত পরিবারে তাঁর জন্ম।