হোম > ছাপা সংস্করণ

দুই সদস্য প্রার্থী নিয়ে বিভক্তি

কাউছার আলম, পটিয়া (চট্টগ্রাম) 

আসন্ন চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে দলের দুই সদস্য প্রার্থীকে নিয়ে বিভক্ত হয়ে পড়েছে পটিয়া উপজেলা আওয়ামী লীগ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। দুই প্রার্থীকে নিয়ে দলের অভ্যন্তরে চলছে বিতণ্ডা।

আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে পটিয়ার হেভিওয়েট দুই আওয়ামী লীগ নেতা সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাঁরা হলেন স্থানীয় সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর উন্নয়ন সমন্বয়কারী দেবব্রত দাশ দেবু। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য এবং জেলা পরিষদেরও সদস্য। অন্যজন উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি শাহাদাত হোসেন ফরিদ। তবে হুইপ সামশুল হকের সঙ্গে ফরিদের দূরত্ব থাকায় আওয়ামী লীগের নেতারা দুই পক্ষে সমর্থন দেওয়া নিয়ে বিভক্ত হয়ে পড়ছেন।

পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী বলেন, ‘দেবব্রত দাশ দেবু জেলা আওয়ামী লীগের সদস্য। আর শাহাদাত হোসেন ফরিদ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। সে জন্য আমরা সিদ্ধান্তমতে ওপরের লেভেলের নেতা দেবুর সঙ্গে আছি।’

পটিয়া পৌরসভা যুবলীগের সভাপতি নুর আলম সিদ্দিকী বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীই আওয়ামী লীগের। কিন্তু একটি বিশেষ মহল পেশিশক্তি দিয়ে একজন প্রার্থীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে।’

নির্বাচনে সদস্য পদপ্রার্থী শাহাদাত হোসেন ফরিদ বলেন, ‘স্থানীয় সংসদ সদস্য তাঁর পছন্দের মানুষকে কৌশলে প্রার্থী করছেন; যা দুঃখজনক।’অপর সদস্য পদপ্রার্থী দেবব্রত দাশ দেবু বলেন, ‘গত জেলা পরিষদে দায়িত্বে থাকাকালীন দৃশ্যমান উন্নয়নকাজ করেছি।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, ‘আমরা জেলা আওয়ামী লীগ থেকে কোনো নির্দেশনা দিইনি। যিনি ওপরের লেভেল আর নিচের লেভেলের ব্যাখ্যা দিয়েছেন, সেটি তাঁর ব্যক্তিগত মতামত।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ