দিনাজপুরের খানসামা উপজেলার চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ২ নম্বর ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাফিজুল হক হাফিজ সরকারের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
গত সোমবার উপজেলা পরিষদ হলরুমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির অভিযোগে তাঁর মনোনয়ন পত্রটি বাতিল হয়। বাকি ৩৩৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জিকরুল হক।
নির্বাচন রিটার্নিং ও সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ রানা জানান, রংপুর উত্তরা ব্যাংকে ঋণের জামিনদাতা হিসেবে ঋণ খেলাপি হওয়ায় তাঁর মনোনয়ন পত্রটি করে বাতিল করা হয়। তবে প্রার্থিতা ফেরতে আপিলের সুযোগ রয়েছে।