গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সিএনজিচালিত অটোরিকশা ও বালুর ট্রলির সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলার গিমাডাঙ্গা গ্রামের মল্লিকের মাঠ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আশঙ্কাজন অবস্থায় থাকা দুজন হলেন বাগেরহাটের মোল্লাহাট উপজেলার গওলা গ্রামের সুখ মিয়া (৫০) ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (৪০)। এ ছাড়া টুঙ্গিপাড়ার পাচকাহনিয়া গ্রামের আরিফুর রহমান চুন্নু (৫০) প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গিয়েছেন।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোনাপাড়া থেকে একটি নম্বরবিহীন সিএনজি ও বিপরীত দিক থেকে আসা কাটা টেম্পোর (বালুর ট্রলি) মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তিনি জানান, মোল্লাহাট থেকে আসা স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। অন্যজন প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।