সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির লেকে কালিম ও সরালি প্রজাতির ২৫টি পাখি মুক্ত অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে একাডেমির প্রিন্সিপাল খন্দকার গোলাম ফারুক এসব পাখি অবমুক্ত করেন।
গত শনিবার দুর্গাপুরের নারিকেলবাড়িয়া গ্রামের গাজিয়ার রহমান ও জাহিদুল ইসলামের বাড়ি থেকে ২টি জলময়ূর, ১৯২টি বেগুনি কালেম, ৬টি পাতি সরালি ও ১টি ধলা বুক ডাহুক উদ্ধার করা হয়।
উদ্ধার করা পাখিগুলো রাজশাহীতে বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে রেখে প্রয়োজনীয় চিকিৎসা, খাদ্য সরবরাহ ও পরিচর্যা করা হয়। গতকাল ২৫টি পাখি বাংলাদেশ পুলিশ একাডেমির লেকে অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ও একাডেমির পুলিশ সুপার (কারিকুলাম) আনসার উদ্দিন খান পাঠান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমান, বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রাহাত হোসেন ও ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর জাহাঙ্গীর কবির প্রমুখ।