সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত দল লাক্কাতুরা চা-বাগান থেকে তাঁদের আটক করে। মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক (নি.) সৈয়দ মাহবুবুর রহমান এবং পুলিশ পরিদর্শক (নি.) অলক কুমার দত্ত অভিযানে নেতৃত্ব দেন।
আটককৃতরা হলেন ফয়জুউদ্দিন (৫৫), মো. দিনার আহমদ (হৃদয়) (৩৫), মো. মাসুম আহমদ (৩০), মো. লিটন আহমদ (৩৮), মো. ফয়জুর রহমান (৪১), মো. রুমন আহমদ (২৬), মো. সুমন মিয়া (২২), মো. মোস্তফা (৪৫), মনু মিয়া (৪৫) এবং মো. সোলেমান (৩৯)।
পুলিশ জানায়, অভিযানে আটককৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত তাস ও তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি ও অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, জুয়ার নেশায় আসক্ত হয়ে দিনমজুর, সাধারণ শ্রেণি পেশার মানুষেরা সর্বস্বান্ত হচ্ছে।