হোম > ছাপা সংস্করণ

৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্ল্যান্টারে বোরো আবাদ

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় রাইস ট্রান্সপ্ল্যান্টার যন্ত্রের সাহায্যে বোরোর চারা রোপণ করা হবে। উপজেলার বাসাইল ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় চলতি মৌসুমে ৫০ একর জমিতে এ চারা রোপণ করা হচ্ছে।

এ উপলক্ষে বাসাইল ইউনিয়নের ডাকাতিয়াপাড়া গ্রামে বোরো ধানের সমলয়ের বীজতলার কার্যক্রম চলছে। যন্ত্রের মাধ্যমে ধান রোপণ করা হলে কৃষকের উৎপাদন খরচ কমবে। কমে যাবে কাটার সময় ধানের অপচয়, লাঘব হবে শ্রমিকের কায়িক শ্রম। এ ছাড়া এই পদ্ধতিতে ফসল ফলাতে শ্রমিক লাগবে কম, বাড়বে ফসলের উৎপাদনশীলতা।

গত বৃহস্পতিবার দুপুরে সরেজমিন দেখা যায়, উপজেলার কৃষিজমিগুলোতে এখনো শীতকালীন ফসল রয়েছে। জমিতে রয়েছে আলু, পেঁয়াজ, সরিষা, ভুট্টা, গম, সূর্যমুখী ও শাকসবজি। এ ছাড়া বোরো চাষের জন্য বীজতলা তৈরিতে কাজ করছেন অনেক কৃষক।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় চলতি মৌসুমে ৫ হাজার ১৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এ জন্য প্রথমে ৪ হাজার ৫০০ প্লাস্টিক ট্রেতে ২ সেন্টিমিটার জৈব সারমিশ্রিত মাটি ভরাট করে কাঠ দিয়ে ভালোভাবে সমতল করা হয়েছে। প্রতিটি ট্রেতে ১০০ গ্রাম অঙ্কুরিত বীজ বপন করে দশমিক ৫ সেন্টিমিটার মাটি দিয়ে তা ঢেকে দেওয়া হয়েছে। শৈত্যপ্রবাহের হাত থেকে রক্ষা করতে বীজতলা ঢেকে দেওয়া হয়েছে সাদা পলিথিন দিয়ে। বোরো ধানের আধুনিক জাত হিসেবে লাল তীরের হাইব্রিড ‘টিয়া ভিত্তি বীজ’ ব্যবহার করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রোজিনা আক্তার এ বিষয়ে বলেন, ‘উপজেলায় কৃষি প্রণোদনার আওতায় এ প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রযুক্তি কৃষকদের মধ্যে ব্যাপক আলোড়ন তৈরি করবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ